ক্রিকেটখেলা বন্ধ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কেননা বাংলাদেশের মতো একটি গরীব দেশে এত টাকা বেতন দেওয়ার পরেও আবার বেতন বৃদ্ধির জন্য আন্দোলন,কেন!তাই একটু ভেবে দেখুন,যদি দেশকে ভালোবাসুন তাহলে আওয়াজ করুন।। বাংলাদেশের মতো গরীব একটি দেশে ক্রিকেটারদের বেতন এতো বেশি হওয়া সত্ত্বেও আন্দোলন! ক্রিকেটারদের বেতনক্রম এ প্লাস ক্যাটাগরি- ৪,০০,০০০/- চার লক্ষ টাকা। ( পঞ্চপান্ডব সহ আরো অনেকে) এ ক্যাটাগরি- ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা। বি ক্যাটাগরি- ২,০০,০০০/- দুই লক্ষ টাকা। সি ক্যাটাগরি- ১,৫০,০০০/- দেড় লক্ষ টাকা। ডি ক্যাটাগরি- ১,০০,০০০/- এক লক্ষ টাকা। যেখানে... বাংলাদেশের রাষ্ট্রপতি বেতন পান- ১,২০,০০০/- বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পান - ১,১৫,০০০/- ক্রিকেটারদের বলছি এতো লোভ ভালো না.. তোমাদেরকে অনেকে আইডল মনে করে.... এরপরে আর মনে হয় কেউ সেটা করবে না। এত কিছুর পরও আপনাদের দাবী। ভাই এক বার বেসরকারী শিক্ষকদের দিকে নজর দিন। ২৫% উৎসব ভাতা, যে টাকায় এক টা কুরবানী দেওয়া অসম্ভব। আর চিকিৎসা ভাতা ও বাড়ী ভাড়ার কথা কি বলবো লজ্জা জনক!!! কৃষকদের দিকে তাকান ধানের ন্যায্যমূল্য না পাওয়ায়, না খেয়ে থাকছে হাজার...
Search This Blog
Technical Topic